অনলাইন ডেস্ক :
ট্রেন চলতে শুরু করেছে। প্ল্যাটফর্ম প্রায় ছাড়বে ছাড়বে, এমন সময় দুই নারী যাত্রী বুঝতে পারলেন তারা ভুল ট্রেনে উঠে পড়ছেন। তাই চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন, তারপর আরেকজন। একজন ছিটকে পড়লেন প্ল্যাটফর্মে। আরেকজন আটকে গেলেন ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে।তবে প্ল্যাটফর্মে কর্মরত নিরাপত্তারক্ষীর তৎপরতায় মৃত্যুর মুখ থেকে বেঁচে যান দুই নারী। পশ্চিমবঙ্গের পুরুলিয়া স্টেশনে সোমবার ঘটনাটি ঘটেছে। এ ঘটনার ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। পুরুলিয়া স্টেশন থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনটি সাঁতরাগাছির উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। হঠাৎ দেখা গেল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক নারী। তারপর কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই ট্রেন থেকে ঝাঁপ দিলেন আরও এক নারী। কিন্তু তিনি আটকে যান প্ল্যাটফর্ম আর ট্রেনের ঠিক মাঝখানে। তখনই বিপজ্জনক ভাবে পড়ে থাকা ওই নারীকে সাহায্য করার জন্য এগিয়ে যান প্ল্যাটফর্মে কর্মরত এক নিরাপত্তারক্ষী। বাবলু কুমার নামে ওই নিরাপত্তারক্ষী ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানে আটকে থাকা নারীকে টেনে তোলেন। রেল সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর তারা এখন সুস্থ আছেন। অন্যদিকে সামান্য চোট পেয়েছেন নিরাপত্তারক্ষী বাবলু কুমারও। জানা গেছে, ওই দুই নারী ঝালদার বাসিন্দা। তারা ভুল করে সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেসে উঠে পড়েছিলেন। ট্রেন ছাড়ার পর নিজেদের ভুল বুঝতে পেরে মরিয়া হয়ে ঝাঁপ দেন। আর তার পরেই এই ঘটনা।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২