অনলাইন ডেস্ক :
অস্কারজয়ী জাপানি শিল্পী ও সংগীত পরিচালক রিউইচি সাকামোতো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। এই গুণী সংগীতকারের ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, ২৮ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাকামোতো। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাকামোতোর প্রিয় একটি উদ্ধৃতি হলো: শিল্প দীর্ঘ, জীবন ছোট।” ১৯৫২ সালে জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেছিলেন সাকামোতো। বেড়ে উঠেছেন ‘দ্য বিটলস’-এর গান ভালোবেসে। তিনি কিবোর্ড বাজাতেন ইয়েলো ম্যাজিক অর্কেস্ট্রা ব্যান্ডের সাথে। সিন্থেসাইজারের পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে হাউজ ও টেকনো জেনারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল ব্যান্ডটি। রিউইচি সাকামোতো শুধু জাপানেই নয়, পুরো বিশ্বে সংগীত পরিচালক হিসেবে সমাদৃত। ‘দ্য লাস্ট এম্পেরর’ এবং ‘মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স’-এর মতো একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করা ছায়াছবির সংগীত পরিচালক তিনি। ‘দ্য লাস্ট এম্পেরর’-এর জন্য অস্কার জিতেছিলেন তিনি। ২০১৫ সালে ইনারিতুর সিনেমা ‘দ্য রেভেন্যান্ট’ ছবির সুর করেছেন তিনি। সংগীতের পাশাপাশি নিজের সামাজিক দায়িত্ববোধ, বিশেষ করে দুর্যোগকালীন দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্যও জাপানে তিনি সমাদৃত। পারমাণবিক বিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পুরো বিশ্বে তিনি প্রশংসিত। সূত্র: সিএনএন
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ