অনলাইন ডেস্ক :
চিত্রগ্রাহক এ আর আজিজ আর নেই। বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রাশেদ মামুন অপু। জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুব দ্রুত আজিজকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিত্রগ্রাহক আজিজের স্মৃতিচারণ করে অভিনেতা অপু বললেন, ‘‘খুবই প্রাণবন্ত এক মানুষ ছিলেন আজিজ ভাই।
তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। কিছুদিন আগেই ‘রাইটার’ মুভিতে তাঁর সঙ্গে কাজ হলো। এর আগে থেকেই কত কত স্মৃতি আমাদের। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল।’ কামরুল ইসলাম পনিরের সাথে মিলে ‘আজিজ পনির’ নামে চলচ্চিত্রে চিত্রগ্রহণের কাজ করতেন এ আর আজিজ। তাদের উল্লেখযোগ্য কাজ হল ওরা অগ্নিকন্যা, দুই মাস্তান, অস্ত্র ধরো কলম ছাড়ো।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ