April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 12:16 pm

চাঁদপুরেও ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশো’র উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে চাঁদপুরে মামলা হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ ডিসেম্বর সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ভার্চুয়াল টকশোতে উপস্থিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দেন।

এতে বিক্ষুব্ধ হয়ে এ মামলা করেছেন বলে শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন জানান।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এরপর সমালোচনা মুখে পড়েন তিনি। ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে তার একটি অডিও ফাঁস হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।

—ইউএনবি