চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদরে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ সময় একজন আহত হন। চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
বুধবার ভোরে উপজেলার ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের হাবিবুর রহমান (২৫), চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকার মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও সদরের বিষ্ণুপুর গ্রামের মাহাবুব প্রধানীয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ঘটনাস্থলে দাঁড়ানো থাকা একটি ট্রাকের পাশ দিয়ে যাবার সময় বিপরীত থেকে আসা বোগদাদ কোম্পানির বাসটি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ৯টার দিকে থানায় আনা হয় এবং সিএনজি ও বাস জব্দ করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় আহত একজনকে সরকারি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক