April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 8th, 2022, 8:03 pm

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ১৩ জুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে রাজধানী ঢাকায় আম পরিবহনের জন্য আগামী ১৩ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন।
রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ১৩ জুন বিকালে জেলার রহনপুর রেলস্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের সহকারী রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, গত দু’বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। তবে এবার আম পরিবহনে খরচ কেমন হতে পারে তা জানাতে পারেননি তিনি।
রেলের এই কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো আমাদের পরিবহন খরচের কথা বলেননি। তবে গত দু’বছর ধরে এক টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করা যায় এবারও এমনটিই থাকবে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পরিবহনের জন্য ২০২০ সালের ৫ জুন এ জেলায় প্রথম ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা এই ট্রেনে আম পরিবহন করা হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর এ থেকে রেলওয়ের রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
পরে দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু হয়ে ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। এ সময় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি আম পরিবহন করে রেলের রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

—ইউএনবি