March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 27th, 2021, 8:39 pm

চাকরিতে ইস্তফা দিলেন ফিজিও ক্যালেফাতো

অনলাইন ডেস্ক :

চলতি বছরের জুলাই জিম্বাবুয়ে সফরের আগেই গুঞ্জন উঠেছিল চাকরি ছেড়ে দিচ্ছেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ও বর্তমানে ইটালিয়ান নাগরিক ক্যালেফাতো তারপর আরও চারটি সিরিজে কাজ করেছেন টাইগারদের ড্রেসিংরুমে। বাংলাদেশের ক্রিকেটে নিজের অধ্যায়টা শেষ করে দিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরই চাকরিতে ইস্তফা দিয়েছেন ক্যালেফাতো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি। জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন ক্যালেফাতো। তাই বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর। ক্যালেফাতোর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানও। ইন্সটাগ্রামে ক্যালেফাতো লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি আর থাকছি না। একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের ফিজিও হিসেবে এমন পরিস্থিতিতে দেশ-বিদেশে ভ্রমণ করাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। সেটা আমার জন্যেও, ক্রিকেটারদের জন্যেও। জৈব সুরক্ষা বলয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া অবশ্যই কঠিন ছিল। শেষ ১৮ মাসে আমাকে প্রায় ১০০ পিসিআর টেস্ট করতে হয়েছে! সুযোগ দেয়ার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’ উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের ফিজিও হিসেবে বিসিবিতে নিয়োগ হয়েছিল ক্যালেফাতোর।