November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 14th, 2022, 7:15 pm

চাল, গম আমদানি: ব্যাংকগুলোকে ন্যূনতম এলসি মার্জিন রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে চাল ও গম আমদানিতে ন্যূনতম এলসি মার্জিন (নগদ অগ্রিম) রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। তাৎক্ষণিকভাবে আজ তা সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে নির্দেশ দেয়া হয়েছে যে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ওপর নির্ভর করে ব্যাংকগুলোকে ন্যূনতম স্তরে এলসি মার্জিন রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাতের কারণে চাল, গম এবং ফসলের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছে। ফলস্বরূপ, বিশ্বব্যাপী পণ্য পরিবহন খরচ বেড়েছে, যা স্থানীয় বাজারে দামকে প্রভাবিত করে।’

চাল ও গমের আমদানি ও সরবরাহ চ্যানেল স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ন্যূনতম এলসি মার্জিন রাখতে বলেছে।

রমজান মাসে তাদের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলার সময় আমদানিকারকদের কাছ থেকে ন্যূনতম নগদ অগ্রিম নিতে কেন্দ্রীয় ব্যাংকও নির্দেশ দিয়েছে।

রমজানে সাধারণত ভোজ্যতেল, মসুর ডাল, পেঁয়াজ, মশলা ও খেজুরের চাহিদা বেড়ে যায়। ফলে জিনিসপত্রের দামও বেড়ে যায়।

—-ইউএনবি