April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 26th, 2022, 6:27 pm

চা বাগানের ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

জেলা প্রতিনিধি, সিলেট:

চা বাগানের ৪০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘মানবতার ডাক সমাজকল্যান সংগঠন এর আয়োজনে শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানে এ ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়। এ সময় চা বাগানে বসবাসকারী ৬ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডাঃ দিপায়ন রায়,ডা: আমেনা বেগম, ডা: অনিল কুমার সিনহা এসব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

গরীব ও অসহায় মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যেই এরকম ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে বলে জানায় মানবতার ডাক সমাজকল্যান সংগঠনের সদস্যরা।
এদিকে বিনামূল্যে এরকম চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী মানুষগুলো খুবই খুশি, এমনটাই মন্তব্য তাদের। প্রতিটি চা বাগানে যেন এরকম ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
চা বাগানের এসব মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা ডাঃ দিপায়ন রায় জানান, এইরকম মহতী উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই ভাল লাগছে। ভবিষ্যতেও এইরকম আরো অনেক ফ্রি ক্যাম্পে গরীব ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেয়ার জন্য আমি সদা প্রস্তুত আছি।