March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 7:57 pm

চিরকুট ছাড়লেন ইমন, যা বললেন সুমি

অনলাইন ডেস্ক :

কিছু দিন আগেই বড় আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করেছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) অনুষ্ঠিত হয় ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শীর্ষক কনসার্ট। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কনসার্টে দেখা যায়নি ব্যান্ডটির অন্যতম সদস্য ইমন চৌধুরীকে। গুঞ্জন জোরালো হয় মূলত তখন থেকেই। যদিও এর আগে থেকেই আলাদাভাবে গান, কনসার্ট করে আসছেন ইমন। কয়েকজন মিউজিশিয়ান ও শিল্পী নিয়ে ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ নামে দলবদ্ধ শো করছেন তিনি। তবে ‘চিরকুট’র দুই দশক পূর্তির বিশেষ আয়োজনে যখন তাকে দেখা যায়নি, তখন অনেকেই আঁচ করে নিয়েছেন ইমন আর চিরকুটে নেই। বিষয়টি নিয়ে ইমন কিংবা ‘চিরকুট’ কারও পক্ষ থেকেই আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তাই দ্বিধা-সংশয়ে আছেন ভক্তরা। সেই সংশয় দূর করতে ইমন ও ‘চিরকুট’র দলনেতা শারমিন সুলতানা সুমীর সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম। ইমন চৌধুরী খুব একটা মুখ খুললেন না। বরং বল ছেড়ে দিলেন দলনেতা সুমীর কোর্টে। বললেন, ‘এগুলো আসলে সুমী আপু ভালো বলতে পারবেন। একটু ওনাকে কল দিন। উনি যেটা বলবেন, সেটাই। এর বাইরে আমার কিছু বলার নেই। কারণ, তিনি এই ব্যান্ডের প্রধান।’ অগত্যা ধোঁয়াশা কাটানোর জন্য সুমীর দ্বারস্থ হতে হয়। তার কথা থেকে বোঝা গেলো, ইমন আর ‘চিরকুট’র সঙ্গে বাজাচ্ছেন না। বরং একক ক্যারিয়ারে মনোযোগ ও সময় দিচ্ছেন। তবে এখনও ইমনকে ব্যান্ডের সদস্য হিসেবেই মনে করেন সুমী। বললেন, “গত এক-দুই বছর ধরে ও একাই শো করছে। একক ক্যারিয়ারে ফোকাস করছে। তো আমাদের ‘চিরকুট’র কাজও তো এগিয়ে নিতে হবে, তাই না? কিছু দিন আগে ও আর্মি স্টেডিয়ামে একা শো করেছে, কোক স্টুডিওতেও এককভাবে কাজ করছে। আমরা তার সঙ্গে অনেকবার কথা বলেছি। এটা আসলে কোনো সমস্যা না। আমরা কখনও তাকে বাধা দেই না। আমাদের ব্যান্ডের কাজটা শুধু এগিয়ে নিতে হচ্ছে। যেহেতু ও ঠিকঠাকমতো সময় দিতে পারে না, তাই আরেকজন সদস্যকে নিয়ে কাজ করতে হচ্ছে।” ইমনকে ব্যান্ডের সদস্য দাবি করেই সুমী বলেন, “এগুলো তো আমার পোলাপান। ওরা যেখানেই যাক, ভালো কিছু করলে আমিই গর্ব অনুভব করি। আমার কথা হলো, গত দুই-তিন বছর ধরে অনেকবার চেষ্টা করছিলাম। ব্যান্ডের কাজটা আগাতে পারছিলাম না। অনেক কাজ পড়ে আছে। ‘চিরকুট’ শুধু গান-বাজনা করে না, ‘চিরকুট’ একটা জীবনাচরণ, লাইফস্টাইল আমাদের জন্য।” সংগীত বা ব্যান্ডের আগে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেন সুমী। তার ভাষ্য, “ইমন তো আমার ভাই। আমরা অনেকবার ওকে বলার, বোঝানোর চেষ্টা করেছি। একটা ব্যান্ডের তো কিছু বেসিক নীতি থাকে। আমরা এটুকু বুঝতেছি যে ও একা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম, তাহলে ওকে সময় দেই। এর মানে কিন্তু এই না যে সে ব্যান্ডে নেই। ইমন ‘চিরকুট’রই মেম্বার।” সুমী জানান, বর্তমানে ইমনের স্থলে ‘চিরকুট’র গিটারে যুক্ত হয়েছেন তৌফিক নামের এক তরুণ। তবে ইমন যদি নিজেকে শুধরে ফিরতে চান, তাহলে সেই সুযোগও আছে বলে মন্তব্য করেন এই লেডি-ব্যান্ড তারকা। আগামী ৮ মার্চ আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’-এও থাকছে শ্রোতাপ্রিয় ব্যান্ডটি। এ ছাড়া রোজার আগে আরও কিছু কনসার্ট রয়েছে বলে জানান সুমী। যার একটিতেও নেই ইমন। একইভাবে ইমনেরও রয়েছে তার বন্ধুদের নিয়ে আলাদা বেশক’টি শো। তারচেয়ে বড় কথা, গত বছর সর্বাধিক হিট গানের সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সবার আগে নাম রয়েছে ইমন চৌধুরীর। বলা প্রয়োজন, ২০০২ সালে গঠিত হয় ব্যান্ড ‘চিরকুট’। এরপর ২০১০ সালে প্রকাশ হয় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। পরবর্তীতে বিভিন্ন অ্যালবাম ও সিনেমার গানে দারুণ জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি। ২০১৬ সালে ‘চিরকুট’র অন্যতম সদস্য পিন্টু ঘোষ ব্যান্ডটি থেকে সরে দাঁড়ান। তিনিও একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন। সে তালিকায় এখন ইমন চৌধুরীকেও ধরে নেওয়া যায়।