এপি, বেইজিং :
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শীতল ও পার্বত্য অঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জানিয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গানসু ও পার্শ্ববর্তী কিংহাই প্রদেশে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, ঘরবাড়ি ও রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, সোমবার দিবাগত মধ্যরাতের ঠিক আগে গানসুতে ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে।
প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হান শুজুন এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্য সকাল পর্যন্ত গানসুতে ১০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৩৯৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাষ্ট্রীয় গণমাধ্যমটিতে আরও বলা হয়, কিংহাইতে আরও ১১ জন নিহত এবং কমপক্ষে ১৪০ জন আহত হয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তর-পূর্বে গানসু প্রদেশের রাজধানী লানঝুসহ আশেপাশের বেশিরভাগ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২