অনলাইন ডেস্ক :
চীনে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ গুইঝোর মহাসড়কে বাস উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বের স্যান্ডু কাউন্টিতে রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।বাসটিতে ৪৭ যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনাকে চলতি বছরের এ পর্যন্ত চীনের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।এনডিটিভি জানায়, এর আগে গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হন। এ ছাড়া চীনে গত মার্চে এক বিমান দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে চীনে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২