March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:20 pm

চীনে অনলাইন তারকাকে ১৭৯৯ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক :

চীনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে একজন অনলাইন লাইভ স্ট্রিমিং তারকাকে ২১ কোটি মার্কিন ডলার সমপরিমাণ জরিমানা করেছে চীনের কর বিভাগ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার চীনের ‘কুইন অব লাইভস্ট্রিমিং’ হিসেবে খ্যাত হুয়াং ওয়েইকে বিপুল অঙ্কের এই জরিমানা করা হয়। জরিমানার শিকার হওয়া ৩৬ বছর বয়সী এই নারী ভিয়া নামে পরিচিত। হুয়াং ওয়েই লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম তাওবাওয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার জন্য সুপরিচিত। গত বছর চার কোটি ইউয়ানের রকেট উৎক্ষেপণসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য বিক্রি করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সোমবার প্রসাধনী পণ্যের বিক্রি নিয়ে তাওবাওয়ে লাইভে আসার কথা ছিল ভিয়ার। কিন্তু এর আগেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ভিয়া’র বিরুদ্ধে ২০১৯ এবং ২০২০ সালে ব্যক্তিগত আয়ের তথ্য লুকানো ও অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ আনে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর হাংঝুর আয়কর বিভাগ। জরিমানার পরিমাণ চীনা মুদ্রায় দাঁড়ায় ১৩৪ কোটি ইউয়ান এবং বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭৯৯ কোটি টাকার বেশি। এদিকে কর ফাঁকি দিয়ে জরিমানা গোনার ঘটনায় ক্ষমা চেয়েছেন তারকা হুয়াং ওয়েই। চীনে হুয়াং এতটাই জনপ্রিয়তা পান যে, ২০২১ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় নাম আসে তাঁর।