অনলাইন ডেস্ক :
দালাই লামা এক শিশু বালককে ঠোঁটে চুম্বন করার পর তাকে তার ‘জিভ চুষতে’ বলছেন, ভাইরাল হওয়া এমন একটি ভিডিও নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর ক্ষমা চেয়েছেন নির্বাসিত এই তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু। এক বিবৃতিতে দালাই লামার দপ্তর জানিয়েছে, ‘তার কথার কারণে আঘাত লাগতে পারে’ সম্ভাবনায় দালাই লাম ওই শিশু ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান। বিবিসি জানিয়েছে, এই বিবৃতিতে ভিডিওতে তাকে যে কথাগুলো বলতে শোন গেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিবৃতির ভাষ্য অনুযায়ী, বালকটি দালাই লামাকে জিজ্ঞেস করেছিল সে তাকে আলিঙ্গন করতে পারবে কিনা; কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে এটি দেখা যায়নি। “ধর্মাবতার প্রায়ই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা লোকজনকে নির্দোষ ও কৌতুকপূর্ণ উপায়ে জ¦ালাতন করেন, এমনকী প্রকাশ্যে ও ক্যামেরার সামনেও। ওই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে। কবে এবং কোথায় ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। ভিডিওতে তাকে যে কথাগুলো বলতে শোনা গেছে দালাই লামার দপ্তরে ইমেইল পাঠিয়ে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিল বিবিসি, উত্তরে তারা শুধু দাপ্তরিক বিবৃতিটির টেক্সট পাঠিয়েছে। দালাই লাম তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু এবং ব্যাপক শ্রদ্ধাভাজন অধ্যাত্মিক নেতা। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। জিভ বের করে রাখা তিব্বতে শুভেচ্ছা জানানোর একটি উপায় হলেও রোববার দালাই লামার ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ৮৭ বছর বয়সী এই ধর্মগুরুর ‘অসঙ্গত’ কাজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে দালাই লামার মন্তব্যের পর ওই ঘরে থাকা অন্যান্যের হাসির শব্দ শোনা গেছে, অনেকে এদিকেও ইঙ্গিত করেছেন। ২০১৯ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা বলেছিলেন, ভবিষ্যতে যদি কোনো নারী দালাই লাম হন তবে তাকে ‘আকর্ষণীয়’ হতে হবে; তখন তার এই মন্তব্য নিয়েও ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল আর সেবারও ক্ষমা চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু