চুয়াডাঙ্গায় সারভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সরোজগঞ্জ তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন (২৬) ঝিনাইদহ পৌর এলাকা খাজুরা পশ্চিমপাড়ার গ্রামের মৃত সুলতানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সার নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিল ট্রাকটি। সরোজগঞ্জ তেলের পাম্পের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের বডি কেটে চালক রাজনের লাশ উদ্ধার করেন। পরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সুরতহাল রিপোর্ট শেষে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাম না বলা প্রত্যাক্ষদর্শী এক যুবক বলেন, ‘ভোরে বিকট শব্দ হয়। দৌড়ে গিয়ে দেখি একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। ট্রাকের ভেতর চালক তখনও বেঁচে ছিল। আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের চালককে মৃত অবস্থায় বের করে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আমরা মৃত অবস্থায় ট্রাকচালককে পেয়েছি।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি