চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দর্শনার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে রুপার অলংকারগুলো উদ্ধার করে বিজিবি-৬ সদস্যরা। তবে সোহাগকে আটক করতে পারেনি তারা।
সোহাগ দর্শনা পৌরসভার মোবারকপাড়ার গেদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
বুধবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন একটি খবর সন্ধ্যায় জানতে পারে বিজিবি। এমন সংবাদ পেয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল দর্শনা মোবারকপাড়ায় অভিযান চালায়। এ সময় তারা সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করে।
এতে আরও বলা হয়, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর উদ্ধার রুপার অলংকার চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম