November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 4th, 2024, 7:51 pm

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারত অংশে এ ঘটনা ঘটে।

আহত আজমুল হোসেন (২৯) ওই উপজেলার ঠাকুরপুর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল আজমুল হোসেনসহ আরও ৫ থেকে ৬ জন বাংলাদেশি। এ সময় ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আজমুল হোসেনের পায়ে লেগে তিনি গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যান।

পরে বিএসএফের সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবকের আহত হওয়ার বিষয় আমরা জেনেছি।

—–ইউএনবি