চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশির কোদালের কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলুর রহমান (৪০) ওই গ্রামের মাঝের পাড়ার মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।
এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে (৪৫) আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটক জমির উদ্দিন একই এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘বৃহস্পতিবার সকালে বাবলু বাড়ি থেকে বের হওয়ার পরই কোদাল দিয়ে কোপ দেয় জমির। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’
তিনি আরও বলেন, ‘আজ বিকালে পাত্র পক্ষ বাবলুর মেয়েকে দেখতে এসে বিয়ে সম্পন্ন করার কথা ছিল। সকাল থেকেই বাবলু মেয়ের বিয়ের জন্য দাওয়াত ও কেনাকাটায় ব্যস্ত ছিল। এমন দিনই বাবলুকে হারাল তার পরিবার।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রাকবির হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবলুর মৃত্যু হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
তিনি বলেন, অভিযুক্ত জমির উদ্দিন তার বয়স্ক মাকে মারধর করলে বাবলু প্রতিবাদ করতো। এই ক্ষোভ থেকে জমিরের কোদালের কোপে বাবলু নিহত হয়েছে। অভিযুক্ত জমিরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মানসিক রোগী কি না চিকিৎসক বলবেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি