April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 25th, 2021, 7:22 pm

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ ছাত্র নিহত

অনলাইন ডেস্ক :

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ঈদগাপাড়ার আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজিব হোসেন (১৭)। তারা দুজনই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। আহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মৃত ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুকিয়া চাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে মোটরসাইকেল চালক সজিব মারা যান। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বন্ধু মারুফ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই মারা যান সজিব। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।