November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 9th, 2022, 5:05 pm

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলিাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর (৩২) পেশায় গরু ব্যবসায়ী এবং বলদিয়া স্কুল পাড়ার নজরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, রবিবার ভোর ৫টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া মুনতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, মৃতদেহ এখনও ভারতে রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুতফুল কবির বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।

—ইউএনবি