April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 5:47 pm

চেলসিকে উড়িয়ে দিল ব্রেন্টফোর্ড, আবারো শীর্ষে ফিরলো সিটি

অনলাইন ডেস্ক :

গত শনিবার প্রিমিয়ার লিগে প্রায় সবগুলো শীর্ষ দলই মাঠে নেমেছিল। মাত্র দুই ঘন্টার জন্য লিভারপুল টেবিলের শীর্ষে উঠলেও রেলিগেশন খরায় থাকা বার্নলিকে ২-০ গোলে পরাজিত করে রেডসদের এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। এদিকে ক্রিস্টিয়ান এরিকসেনের ফেরার দিনে চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রেন্টফোর্ড। এ ছাড়া লিস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করে শীর্ষ চারের অবস্থান থেকে আবারো পিছিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে কেলেচি ইহেনাচোর গোলে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তিন মিনিট পরেই অবশ্য ফ্রেডের গোলে সমতায় ফিরে ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত আর কোন দলই জয়ের দেখা পায়নি। রাল্ফ রাংনিকের দল এখন চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে। যদিও গানার্সদের হাতে রয়েছে বাড়তি দুই ম্যাচ। কিন্তু রাংনিক জানিয়েছে তারা শীর্ষ চারের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। ম্যাচ শেষে ইউনাইটেড বস স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘শেষ ১৫ মিনিটে আমরা গোলের অনেক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তাতে সফল হতে পারিনি। আমাদের দলে আজ স্ট্রাইকারের অভাব ছিল। এমনকি জেসি লিনগার্ডও অসুস্থ বোধ করছিল। এখনো শীর্ষ চারে টিকে থাকা সম্ভব। নিজেদের সেরাটা দিয়ে সম্ভাব্য সর্বোচ্চ স্থানে নিজেদের নিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব।’ ইতোমধ্যেই নতুন কোচের সন্ধানে বেশ জোড়েসোড়ে কাজ চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। আয়াক্স কোচ এরিক টেন হগ এ ক্ষেত্রে সুস্পষ্ট ফেবারিট হিসেবে এগিয়ে আছেন। অসুস্থতার কারণে গতকাল দলে ছিলেন না সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধে আক্রমনভাগে তেমন একটা কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম ৪৫ মিনিটই ইউনাইটেডের মধ্যে আক্রমণের ছন্দহীনতা লক্ষ্য করা গেছে। চলতি সপ্তাহে নতুনভাবে চুক্তি করা ব্রুনো ফার্নান্দেজ ২৭ মিনিটে ফ্রেডের কাছ থেকে একটি অসাধারণ এসিস্ট পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। প্রতিপক্ষ গোলরক্ষক কাসপার সিমিচেল সহজেই তা রুখে দেন। মিনিটখানেক পরেই লিস্টার একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ইগেনাচো বলটি নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন। বিরতির আগ পর্যন্ত গোলশুন্য ড্র নিয়েই দুই দল বিশ্রামে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডকে কিছুটা আগ্রাসী মনে হয়েছে। জেমস ম্যাডিনসনের বাজে একটি ফাউলের পরে সৌভাগ্যবশত: মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে মাঠে টিকে ছিলেন। ম্যাকটোমিনের জায়গায় পরে অবশ্য মার্কোস রাশফোর্ডকে মাঠে নামান রাংনিক। ৬৩ মিনিটে বামদিক থেকে ম্যাডিসনের বাম পায়েল ক্রসে ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড ইহেনাচোর হেড আটকাতে পারেননি ডেভিড ডি গিয়া। যদিও লিস্টারের এই আনন্দ খুব বেশীক্ষন স্থায়ী হয়নি। তিন মিনিট পরেই ফ্রেড স্বাগতিকদের সমতায় ফেরান। স্ট্যামফোর্ড ব্রীজে ব্রেন্টফোর্ড বস থমাস ফ্র্যাংক ড্যানিশ তারকা এরিকসেনের দলে ফেরার প্রশংসা করেছেন। ম্যাচে একটি গোলও করেছে এরিকসেন। এন্টোনিও রুডিগারের দুর্দান্ত দূর পাল্লার শটে ৪৮ মিনিটে এগিয়ে গিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু এর কিছুক্ষন পরেই পুরো দল ছন্দ হারিয়ে ফেলে। যুক্তরাজ্য সরকার মালিক রোমান আব্রামোভিচের সম্পদ জব্দ করার নির্দেশের পর এই প্রথমবারের মত কোন ম্যাচে পরাজিত হলো ব্লুজরা। ৫০ মিনিটে ভিটালি জানেল্ট সমতা ফেরানোর পর মাত্র ১০ মিনিটে মধ্যে আরো দুই গোল হজম করে বসে স্বাগতিকরা। ১০৩৯ সালের পর ব্লুজদের বিপক্ষে এটাই ব্রেন্টফোর্ডের প্রথম জয়। ২০২০ সালের ইউরোতে হৃদরোগে আক্রান্ত হবার পর প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবলে ফিরে আসার পর সেরা ফর্মে রয়েছেন এরিকসেন। ডেনমার্কের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিরে গত সপ্তাহে টটেনহ্যামের এই সাবেক মিডফিল্ডার দুই ম্যাচে দুই গোল করেছেন। আগের আটটি ম্যাচে জয়ের দেখা না পাওয়া ব্রেন্টফোর্ড এরিকসেনকে পেয়ে তিনটি লিগ ম্যাচেই জয় তুলে নিল। তৃতীয় স্থানে থাকা চেলসি শীর্ষ চারে টিকে থাকার পথে থাকলেও বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লড়াই করতে হলে আরো অনেক বেশী উন্নতির প্রয়োজন আছে। গত চার ম্যাচে তৃতীয় এই জয়ে ব্রেন্টফোর্ড ১৪তম স্থানে উঠে এসেছে। রেলিগেশন জোন থেকে এখন তারা ১১ পয়েন্ট দুরে রয়েছে। দিনের শুরুতে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে স্বল্প সময়ের জন্য প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছিল লিভারপুল। তাদেরকে ছাড়িয়ে যেতে জয় ভিন্ন অন্য পথ খোল ছিলনা সিটির সামনে। রাহিম স্টার্লিংয়ের দুই এসিস্টে প্রথমার্ধে কেভিন ডি ব্রুইনা ও ইকে গুনডোগানের গোলে পেপ গার্দিওলার দলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়।