অনলাইন ডেস্ক :
চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ইউরোপ সেরার লড়াইয়ে চলতি মৌসুমের প্রথম ম্যাচেই ডায়নামো জাগরেবের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ওই হারের পরই বিবৃতি দিয়ে কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব। জানিয়েছে, চেলসি ফুটবল ক্লাব বুধবার (৭ সেপ্টেম্বর) কোচ টুখেলের সঙ্গে চুক্তি বাতিল করছে। বিবৃতিতে টমাস টুখেল ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ দেওয়া হয়েছে। ব্লুজদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতায় টুখেল চেলসি ইতিহাসের অংশ হয়ে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। ডায়নামা জাগরেভের বিপক্ষে হারের পর কোচ টুখেল বলেন, ‘প্রতিবারই আমরা একই গল্প ঘুরে ফিরে লিখছি। হাফ চান্স নিতে পারছি না, একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল খাচ্ছি। মনে হচ্ছে, এই সমস্যার আমিও একটা অংশ।’ চলতি মৌসুমে চেলসি নতুন মালিকানায় এসেছে। রুশ ধন কুবের রোমান আব্রাহমোভিচের থেকে ক্লাব কিনেছেন টোড বোহলি। নতুন মৌসুমের আগে ব্লুজরা বেশ কিছু নিয়মিত ফুটবলার হারিয়েছেন। স্ট্রাইকার লুকাকু, টিমো ওয়ার্নার চলে গেছেন। ক্লাব ছেড়েছেন মার্কো আলোনসো, ক্রিস্টেনসেন, অ্যান্তোনি রুডিগার। টুখেল ওই জায়গায় এমরিক অবামেয়াং, ফোফানা, কাউলিবালিকে আনলেও ধাক্কা সামলে উঠতে পারেননি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা