April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:49 pm

চেলসি বিশ্ব চ্যাম্পিয়নের ‘ব্যাজ’ জার্সিতে ব্যবহার করতে পারবে না

অনলাইন ডেস্ক :

শনিবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। এই শিরোপা জেতায় জার্সিতে ব্যবহার করার জন্য ‘বিশ্ব চ্যাম্পিয়নের একটি সোনালি ব্যাজ’ অর্জন করেছেন ইংলিশ ক্লাবটি। কিন্তু এই ব্যাজটি তারা ইংলিশ প্রিমিয়ার লিগের জার্সিতে ব্যবহার করতে পারবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী মৌসুমের মধ্যবর্তী সময়ে কোনো ক্লাবই তাদের জার্সিতে পরিবর্তন আনতে পারবে না। যদিও বছর দুয়েক আগে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল বিশেষ অনুমতি নিয়ে ক্লাব বিশ্বকাপ জেতার পরের ম্যাচে নিজেদের জার্সিতে এই ব্যাজ ব্যবহার করেছিল। হয়তো চেলসিও তাদের দেখানো পথেই হাঁটতে পারে। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবগুলো ম্যাচের জার্সিতে এই সোনালী ব্যাজ ব্যবহার করতে পারবে চেলসি। এফএ কাপেও এই ব্যাজ জার্সিতে সংযুক্ত করতে বিশেষ অনুমতি নিতে হবে ব্লুজদের। ফিফার নির্দেশনা অনুযায়ী চ্যাম্পিয়ন দল এই সোনালী ব্যাজটি শুধুমাত্র দলের প্রধান কিটে (জার্সি) ব্যবহার করতে পারবে। অনুশীলন বা অন্যান্য জার্সিতে ব্যবহার করা যাবে না।