কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বিভ্রাটে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।
অনলাইন পরিষেবা বিভ্রাট ট্র্যাক করার ওয়বসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ৩ হাজারের বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।
এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওহে চ্যাটজিপিটি, তোমাকে বেছে নেওয়ার পর এভাবে ডাউন হয়ে যাবে আশা করিনি। দ্রুত ঠিক হও।’
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সমস্যাটি সম্পর্কে জেনে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতে তারা বলেছে, সমস্যা সমাধানে কাজ চলছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তবে এআই-চালিত পরিষেবাগুলোর ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং অফলাইনে চলে যাওয়ার কারণে যে সেবায় বিঘ্ন ঘটতে পারে, সে বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
——ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম