May 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 3rd, 2023, 7:20 pm

‘ছায়াবাজ’ থেকে জায়েদ খানও বাদ

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই প্রযোজক জানিয়েছিলেন ‘ছায়াবাজ’ সিনেমা থেকে বাদ দিয়েছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। এবার এই সিনেমা থেকে বাদ পরতে যাচ্ছেন জায়েদ খানও। এই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসেই বিতর্কে জড়িয়ে পড়েন সায়ন্তিকা। শুটিং শেষ না করেই আবার ফিরে গেছেন কলকাতায়। অপেশাদারি আচারণের অভিযোগ এনেছিলেন প্রযোজক ও নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে। নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। ফলে অনিশ্চয়তায় পড়ে ছবিটি। এ

ই অবস্থায় প্রযোজক মনিরুল ইসলামে একটি গণমাধ্যমকে জানালেন, ‘এই সিনেমা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সিনেমা শেষ করতে পারব কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে আমি আমার জায়গা থেকে সরছি না। আগামী ১০-১২ দিনের মধ্যে সায়ন্তিতা ও জায়েদ খান যদি নৃত্য পরিচালক মাইকেল বাবুর কাছে ক্ষমা না চায় তাহলে অন্য চিন্তা করব। দরকার হলে তাদের বাদ দিয়ে অন্য নায়ক-নায়িকা নিয়ে শুটিং করব।’

‘ছায়াবাজ’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল কক্সবাজারে। সেখানে ১০ দিনের মত শুটিং হয়েছে। সিনেমার জন্য বেশ কিছু টাকা খরচ করেছেন প্রযোজক। এত টাকা খরচের পরও সিনেসাটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘জীবনে অনেক টাকা লস হয়েছে। কিন্তু আমার কাছে মানসন্মানটাই বেশি বড়। মাইকেল বাবু হলেন আমাদের অবিভাবক। তাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। এটা মেনে নেওয়ার মত না। যতি তারা ক্ষমা চান তাহলে নতুন করে আবার শুটিং করব। না হলে দেশের অন্য নায়ক-নায়িকা নিয়ে কাজ করব।’

‘ছায়াবাজি’ নামে তিনি মূলত একটি ওয়েব সিরিজ বানাতে চেয়েছিলেন। এরপর জায়েদ খানের অনুরোধে পরিকল্পনা বদল করেন তিনি। এরপরই শুরু হয় সিনেমা নিয়ে নানান জটিলতা। এখন অপেক্ষা এই জটিলতা কাটিয়ে আবারও ‘ছায়াবাজি’র শুটিংয়ে ফেরার।