April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 7:46 pm

ছাড়পত্র পেতে ‘পদ্মা সেতু’ সিনেমার নাম বদল

অনলাইন ডেস্ক :

স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত বড়ুয়া মনোজিত ধীমনের ‘পদ্মা সেতু’ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। ২১ জুলাই ছবিটি বোর্ড সদস্যরা দেখেন। সেদিন তারা ছবিটির ছাড়পত্র দেননি। চলচ্চিত্রটির সেন্সর সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মত দেন। পরিপ্রেক্ষিতে, ৭ আগস্ট কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধিবৃন্দ চলচ্চিত্রটি দেখেন এবং তাদের মতামত প্রদান করেন। প্রতিনিধিবৃন্দের মতামত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হলে বোর্ড সভায় সদস্যগণ ওই মতামতের সাথে একমত পোষণ করেন। পাশাপাশি চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেওয়া হয়। সেন্সর বোর্ডের এসব আপত্তির প্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাটছাঁট করে এবার ‘পদ্মা পাড়ি’ নামে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়ার কথা জানালেন নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, ‘উপায় নেই। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। নইলে ছবিটি ছাড়পত্র পাবে না। আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকের জন্য। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হয়। দর্শককে ছবিটি দেখানোর জন্যই সব মেনে নিচ্ছি।’ এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া মাইশা ও সাঞ্জু জন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকু, রায়হান মুজিব, আনোয়ার সিরাজী, শান্তা পাল, শাহিন, সাইফুল প্রমুখ।