অনলাইন ডেস্ক :
দশম অস্ট্রেলিয়ান ওপেন ও রেকর্ড স্পর্শকারী ২২তম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয় করায় নোভাক জকোভিচের প্রশংসা করে তাকে অভিনন্দন জানিয়েছেন টেনিসের আরেক সুপারস্টার রজার ফেদেরার। ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত এক বার্তায় ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার বলেছেন, ‘দুর্দান্ত প্রচেষ্টা, আবারো। অনেক অনেক অভিনন্দন।’ রোববার (২৯ জানুয়ারি) ফাইনালে জকোভিচ ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫) গেমের সরাসরি সেটে গ্রীসের স্টিফানোস সিৎসিপাসকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন। এর মাধ্যমে জকোভিচের ঝুলিতে সাতটি উইম্বলডন, তিনটি ইউএস ওপেন ও দুটি ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে আরও একটি অস্ট্রেলিয়ান শিরোপা যোগ হলো। সব মিলিয়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয় করে সার্বিয়ার এই তারকা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের রেকর্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে স্পর্শ করেছেন। নাদালের থেকে বয়সে ছোট ৩৫ বছর বয়সী জকোভিচ আগের বছর করোনা ভ্যাকসিন জটিলতায় খেলতে না পারেননি। এবার নাদাল দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নেন। সাবেক নাম্বার ওয়ান ফেদেরার ৪১ বছর বয়সে গত বছর টেনিস থেকে অবসরের ঘোষণা দেন। গুরুতর হাঁটুর ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা