অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে যাওয়ার পর বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের ভিসা প্রত্যাহার করা হয়েছে। কোভিড-১৯ টিকার নিয়ম না মানায় তাঁর বিরুদ্ধে এই সদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স বলছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের শর্ত পূরণ করেননি, তাঁকে দেশে ফেরত পাঠানো হতে পারে। এরপর তাঁকে বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এখন একটি সরকারি ডিটেনশন হোটেলে আছেন তিনি। রয়টার্সের খবরে জানা গেছে, এ ব্যাপারে সার্বিয়ার সরকার একটি হুমকি দিয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি নোভাক জকোভিচের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। নোভাককে বলেছি, পুরো সার্বিয়া তার সঙ্গে আছে। আমাদের সংস্থাগুলো বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের হয়রানি বন্ধ করতে সবকিছু করে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের সব নিয়ম মেনে, সার্বিয়া সত্য ও ন্যায়ের জন্য লড়াই করবে।’ এদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বেলগ্রেডে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে ডেকেছিলেন। তারা অবিলম্বে জোকোভিচকে খেলার জন্য মুক্তি দেওয়ার দাবি করেছেন বলে সার্বিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে জকোভিচের বাবা শ্রীন জকোভিচ স্পুটনিকের সার্বিয়ান অনলাইন সংস্করণকে বলেন, ‘কি ঘটছে তা আমার কোনো ধারণা নেই, তারা আমার ছেলেকে এখন বন্দী করে রেখেছে। তারা যদি জকোভিচকে যেতে না দেয় তবে আমরা রাস্তায় জড়ো হব, এটি সবার জন্য লড়াই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা