নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম মো. মেহেবুল্লাহ তৌসিক (২১)। তিনি জবির ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ। তৌসিকের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে ঢাকায় তার চাচার বাসায় আসে তৌসিক। এইচএসসিতে ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছিল তার। এজন্য হতাশায় ভুগছিল সে। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। হাতিরঝিল থানা পুলিশের এসআই মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মহানগর প্রজেক্টের ওই বাসায় যাই। এ সময় ভবনের পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করি। বাসার লোকজনের বরাত দিয়ে এসআই জানান, ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি