April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 5th, 2022, 7:50 pm

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনাস্টটিউটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, হায়েনার দল যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য বাংলাদেশ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনকে (আওয়ামী লীগ) সজাগ থাকতে হবে।

আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রলীগকে সুসংগঠিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের গণহত্যা, ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত মাতৃভূমি গ্রন্থাগার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রহমান।

সংগ্রাম ও সাফল্যের গৌরবময় ঐতিহ্যের অধিকারী দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের জন্ম হয়।

—ইউএনবি