অনলাইন ডেস্ক :
মেক্সিকো জনসম্মুখে ধূমপানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ আইন জারির মাধ্যমে বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করেছে দেশটি। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালে প্রথম অনুমোদিত এই আইনের মধ্যে তামাকের বিজ্ঞাপনের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ ধূমপানমুক্ত পাবলিক স্পেস তৈরি করতে আইন পাস করেছে। মেক্সিকোর আইন আমেরিকা মহাদেশে সবচেয়ে শক্তিশালী এবং বিস্তৃত বলে মনে করা হয়। মেক্সিকোর বিদ্যমান ২০০৮ এর আইনটি বার, রেস্তোরাঁ এবং কর্মক্ষেত্রে ধূমপানমুক্ত স্থান তৈরি করেছিল। তবে এখন পার্ক, সৈকত, হোটেল, অফিস এবং রেস্তোরাঁসহ সমস্ত পাবলিক প্লেসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলির মধ্যে একটি। এছাড়াও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার অর্থ হলো দোকানের ভিতরও সিগারেট প্রদর্শন করা যাবে না। আমেরিকার স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য মেক্সিকান সরকারকে সাধুবাদ জানিয়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু