April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 6:57 pm

জন্মাষ্টমীতে সিলেটে উৎসবমুখর শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, সিলেট:

হিন্দু ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ভক্তদের মুখে ছিল ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র কীর্তন।

শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে সিলেট নগরীর বিভিন্ন এলাকা।

সকাল সাড়ে ৯ টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে ইসকন সিলেট মন্দিরে শেষ হয় শোভাযাত্রা।

হাজার হাজার ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। তাদের হাতে ছিল মৃদঙ্গ, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।

শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে কীর্তনমেলা, আলোচনা সভা ও মহা-অভিষেক অনুষ্টিত হয়।