April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:11 pm

জমে উঠেছে ঢাকা লিগ, সুপার লিগে শেষ দুই দলের অপেক্ষা

অনলাইন ডেস্ক :

দেশের ক্রিকেটের লিস্ট ‘এ’ ম্যাচের একমাত্র প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ বেশ জমে উঠেছে। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে লিগে এখন চরম উত্তেজনা। রাউন্ড রবিন লিগের খেলা প্রায় শেষ পর্যায়ে। এখন সবার মনোযোগ সুপার লিগে খেলার লড়াই। রাউন্ড রবিন লিগের পর পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল খেলবে সুপার লিগ। সেখানে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। শীর্ষ দল জিতে যাবে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের মুকুট। পয়েন্ট তালিকা অনুযায়ী, সুপার লিগ এরইমধ্যে নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ দুই দল কারা তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। মূল লড়াইয়ে আছে তিনটি দল, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রত্যেকেরই দুটি করে ম্যাচ বাকি। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লিওপার্ডস এবং রূপগঞ্জ টাইগার্স খেলবে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ৯ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ ও মোহামেডানের অবস্থান যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। ৭ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে রূপগঞ্জ টাইগার্স। শেষ দুই রাউন্ডে তিন দলের একে অপরের বিপক্ষে খেলা নেই। ফলে যারা জিতবে, পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে তারাই নিশ্চিত করবে সুপার লিগ। কোনো দলের পয়েন্ট সমান হলে প্রথমে মোস্ট নাম্বার অব উইন হিসেব করা হবে। তাতেও সমাধান না মিললে হেড টু হেড কাউন্ট করা হবে। সবশেষে নেট রান রেটের হিসেব টানা হবে। মাঠের ক্রিকেটে যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে বুঝা যাচ্ছে এই পর্যায়ে এসে কেউই কাউকে ছাড় দেবে না। তাতে লিগের রোমাঞ্চ আরও বেড়ে যাবে। এদিকে সুপার লিগ নিশ্চিত করা দলগুলোর জন্য পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ। কেননা রাউন্ড রবিন লিগের পয়েন্টও সুপার লিগে কাউন্ট করা হয়। এখানে এগিয়ে থাকলে এবং সুপার লিগে ভালো করলে শিরোপা জয় তুলনামূলক সহজ হয়। আর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দলের খেলতে হবে রেলিগেশন লিগ। প্রথম বিভাগ থেকে উঠে আসা নবাগত দল ঢাকা লিওপার্ডসকে এই লিগ খেলতেই হবে। কারণ, ৯ ম্যাচে তারা জিতেছে কেবল ১ ম্যাচ। শাইনপুকুর শেষ দুই রাউন্ডের দুটি ম্যাচ জিতলে তারা এগিয়ে যেতে পারে। ৯ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক, সিটি ক্লাবের কপাল পুড়তে পারে। তবে শেষ দুই রাউন্ডে তারা ভালো করলে অবনমন এড়িয়ে যাবে।