অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সেমিফাইনালের আশা টিকে আছে পাকিস্তানের। কিন্তু ওই ম্যাচে বোলিংয়ে স্লো-ওভার রেটের কারণে জরিমান গুণতে হচ্ছে বাবর আজমদের। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তান দলের খেলোয়াড়দের। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যে কারণে তাদের এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান আছে।
সে হিসাবে দুই ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জরিমানা মেনে নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি। সেদিন নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির বাধায় পড়ে পাকিস্তান। দুই দফা বৃষ্টির পর বৃষ্টি আইনে ম্যাচটি ২১ রানে জিতে নেয় পাকিস্তান। ৮১ বলে ১২৪ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয়ের নায়ক ফখর জামান। আট ম্যাচে চার জয়ে সেমির আশা বেঁচে আছে ৯২-এর চ্যাম্পিয়নদের। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারলে খুলে যেতে পারে শেষ চারের দুয়ার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা