November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 19th, 2022, 8:31 pm

জরুরি সেবা নিশ্চিতে তৎপর সিসিক : মেয়র আরিফ

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট মহানগরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নগরের নি¤œাঞ্চলের পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়েছে। খাবার পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের দোরগোড়ায় জরুরী স্বাস্থ্য সেবা পাঠানো হয়েছে। খাবার পানির সংকট নিরসনে সিসিকের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। বাড়ানো হবে আশ্রয় কেন্দ্র- জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলা ও প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান সিসিক মেয়র। ১৯ মে বৃহস্পতিবার সকাল এগারোটায় লন্ডনে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
তিনি বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে সিসিক সন্ধ্যা ৭ টায় নগর ভবনে জরুরী সভা আহবান করেছে। পরবর্তি ঘোষণার আগ পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে সিসিকের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে।
আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানকারি নাগরিকদের খাবার সংকট, পয়ঃসুবিধা, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সিসিকের ভ্রাম্যমান চিকিৎসক দল কাজ করছে বলেও জানান সিসিক মেয়র।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সিসিক কাউন্সিলরদের সাথে নিয়ে সিসিক মেয়র নগরের উপশহর তেরোরতন, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, যতরপুর, সোহবানীঘাট, মাছিমপুর-ছড়ারপার, তালতলা, কাজিরবাজার, ঘাসিটুলা, কানিশাইল সহ নগরের প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১৭টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।