November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 26th, 2024, 8:19 pm

জলবায়ু কূটনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ: পরিবেশমন্ত্রী

বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে।

এছাড়া, মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো ও কল্যাণ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

বুধবার (২৬ জুন) ভুটানের থিম্পুতে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি) সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিমন্ত্রী তরিক ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এসব আহ্বান জানান পরিবেশমন্ত্রী।

এ সময় মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা আমদানি এবং নার্সারি স্থাপনে সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকবে।

এছাড়া, বৈঠকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।

এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে দুই দেশই।

—–ইউএনবি