জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)এর সদস্য হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে পুনর্নিযুক্ত করেছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক)।
সিডিপির সদস্য হিসেবে ড. দেবপ্রিয় ১ জানুয়ারি ২০২২ থেকে তিন বছরের জন্য নিযুক্ত থাকবেন। তিনি নিজস্ব সক্ষমতায় কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করবেন।
১৩ ডিসেম্বর ২০২১ তারিখে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মি. লিউ জেনমিন এই সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, সিডিপি জাতিসংঘের একটি সহায়ক সংস্থা। যেটি উন্নয়ন নীতি বিষয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে। স্বল্পোন্নত দেশের তালিকাতে অন্তর্ভুক্তি এবং তা থেকে বের হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এই কমিটি।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২