অনলাইন ডেস্ক :
জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা বা আহত করার পরিকল্পনার অভিযোগে দেশটির দুই নাগরিককে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করা থাইল্যান্ডের এক ব্যবসায়ীও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেব্রুয়ারিতে ক্ষমতা হারানো মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রাষ্ট্রদূত কিউ মোয়ে তুনকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে প্রেরণ করে। তবে সামরিক সরকার ক্ষমতা নেয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
এর আগে বুধবার রয়টার্সের কাছে নিজেকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তুন। এরপরপরই তার নিরাপত্তা বাড়ায় কর্তৃপক্ষ। শুক্রবার গ্রেপ্তারকৃত দুই যুবক এফবিআইকে জানায়, অনলাইনের মাধ্যমে তাদেরকে হামলার জন্য প্ররোচিত করা হয়।
উল্লেখ্য, নির্বাচিত নেত্রী অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যসহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এই অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২