November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 1st, 2023, 7:45 pm

জাতীয় পুরস্কার পাওয়ার অনুভূতি জানালেন চঞ্চল

অনলাইন ডেস্ক :

দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের অভিনয় দক্ষতায় দুই বাংলার দর্শকদেরই মন ছুঁয়ে গেছেন এই অভিনেতা। চলতি বছর ‘হাওয়া’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ অর্জন করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। মুক্তির পর সিনেমাটি দেশে-বিদেশে চলচ্চিত্রবোদ্ধা ও সাধারণ দর্শকদের মনে রীতিমতো ঝড় তোলে। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন চঞ্চল। এ সময় তিনি জানান, জাতীয় পুরস্কার প্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার। চঞ্চল বলেন, ভালো কাজের জন্য পুরস্কার-এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি কাজ করলে কেউ স্বীকৃতি দেবে আবার কেউ দেবে না। তারপরও কাজ করে যেতে হবে।

এর আগেও দুবার এ পুরস্কার পেয়েছি। তারপরেও বলব জাতীয় পুরস্কারপ্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার, আনন্দের কথা। শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও পারদর্শী চঞ্চল। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছাত্রজীবনে মঞ্চ দিয়েই অভিনয়ের পথ হাঁটতে শুরু করেন চঞ্চল। এরপর গুটি গুটি পায়ে আজকের এই অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পরে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। চঞ্চল চৌধুরীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপকথার গল্প’। এ ছাড়া তিনি ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সুনিপুণ অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও বেশ জনপ্রিয়তা।