November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 7:37 pm

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ী হলেন যারা

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ২৭ বিভাগে ২৯ জন পাচ্ছেন এই পুরস্কার। এবার ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন সিয়াম আহমেদ, সেরা অভিনেত্রী ‘গোর’ ছবির জন্য পাচ্ছেন দীপান্বিতা মার্টিন। সেরা ছবি যৌথভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। সর্বাধিক ১১টি বিভাগে ১২টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যক্তি গাজী রাকায়েত পাচ্ছেন সর্বাধিক তিন বিভাগে পুরস্কার [সেরা পরিচালক, সেরা কাহিনিকার ও সেরা চিত্রনাট্যকার]। আজীবন সম্মাননা পাচ্ছেন দুজনÑআনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। গাজী রাকায়েত। তাঁর পরিচালনায় ‘গোর’ ১১ বিভাগে ১২টি পুরস্কার পাচ্ছে। রাকায়েত নিজে পাচ্ছেন তিনটি। আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ : যৌথভাবে তাঁরা পাবেন আজীবন সম্মাননা পুরস্কার।
একনজরে জাতীয় পুরস্কার ২০২০
আজীবন সম্মাননা [যৌথভাবে] : আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
সেরা চলচ্চিত্র [যৌথভাবে] : গোর ও বিশ্বসুন্দরী।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : আড়ং।
সেরা প্রামাণ্য চলচ্চিত্র : বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
সেরা পরিচালক : গাজী রাকায়েত [গোর]
সেরা অভিনেতা : সিয়াম আহমেদ [বিশ্বসুন্দরী]
সেরা অভিনেত্রী : দীপান্বিতা মার্টিন [গোর]
সেরা পার্শ্ব অভিনেতা : ফজলুর রহমান বাবু [বিশ্বসুন্দরী]
সেরা পার্শ্ব অভিনেত্রী : অপর্ণা ঘোষ [গ-ি]
সেরা খল অভিনেতা : মিশা সওদাগর [বীর]
‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’ যৌথভাবে পাচ্ছে সেরা ছবির পুরস্কার।
সেরা শিশুশিল্পী : মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি [গ-ি]
শিশুশিল্পী বিভাগে বিশেষ পুরস্কার : মো. শাহাদাৎ হোসেন বাঁধন [আড়ং]
সেরা সংগীত পরিচালক : বেলাল খান [হৃদয়জুড়ে]
সেরা নৃত্য পরিচালক : প্রয়াত মো. শহিদুর রহমান [বিশ্বসুন্দরী]
সেরা গায়ক : ইমরান মাহমুদুল [বিশ্বসুন্দরী]
সেরা গায়িকা [যৌথভাবে] : দিলশাদ নাহার কণা [বিশ্বসুন্দরী] ও সোমনুর মনির কোনাল [বীর]
সেরা গীতিকার : কবির বকুল [বিশ্বসুন্দরী]
সেরা সুরকার : ইমরান মাহমুদুল [বিশ্বসুন্দরী]
সেরা কাহিনিকার : গাজী রাকায়েত [গোর]
সেরা চিত্রনাট্যকার : গাজী রাকায়েত [গোর]
সেরা সংলাপ রচয়িতা : ফাখরুল আরেফীন খান [গ-ি]
সেরা সম্পাদক : মো. শরিফুল ইসলাম [গোর]
সেরা শিল্পনির্দেশক : উত্তম গুহ [গোর]
সেরা চিত্রগ্রাহক [যৌথভাবে] : পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ [গোর]
সেরা শব্দগ্রাহক : কাজী সেলিম আহমেদ [গোর]
সেরা পোশাক ও সাজসজ্জা : এনামতারা বেগম [গোর]
সেরা মেকআপ : মোহাম্মদ আলী বাবুল [গোর]
যৌথভাবে দিলশাদ নাহার কণা [বিশ্বসুন্দরী] ও সোমনুর মনির কোনাল [বীর] পাচ্ছেন সেরা গায়িকার পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে তাঁর উপস্থিতিতে শিগগিরই একটি নির্দিষ্ট দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।