November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 8:01 pm

জাতীয় দলে ঢুকতে লবিং এর কোন সুযোগ নেই: মাশরাফি

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্গার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট দলে সুযোগ পাননি পেসার আবু জায়েদ রাহি। সর্বশেষ দুই সিরিজে তিনি দলে থাকলেও একাদশে সুযোগ পাননি। এবার ঘরের মাঠের সিরিজে নেই তাসকিন। শরীফুল দলে থাকলেও অনিশ্চিত। এরপরও আবু জায়েদ সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মিডিয়ার সামনে বলেছিলেন, জাতীয় দলে ঢুকতে লবিং লাগে। তার এমন বক্তব্য উড়িয়ে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘এটা নিয়ে মন্তব্য করা কঠিন। অনেকে মনে করে লবিং.. এখানে আসলে সুযোগ নেই। আপনি পারফর্ম করবেন আপনি খেলবেন। দিনশেষে আমি বলছি, এখনে আবেগের কোনো জায়গা নেই। এটা পুরোপুরি পেশাদার জায়গা। পারফর্মারদের জন্য শতভাগ পেশদার। সবারই খারাপ সময় আসে। এখন হয়তোবার রাহির যাচ্ছে। আমি আশা করি, ও আলোচনা না করে লড়াই করে যাবে। সে অবশ্যই ভালো বোলার। এবং এটা প্রমাণ করে এসেছে। টেস্ট দলে যখন কেউ খেলতে চাইত না, তখন কিন্তু রাহি একাই খেলেছে এবং পারফর্ম করেছে। ‘তিনি আরও বলেন, ‘রাহির যে বিষয়টা আমার ভালো লাগে, সে টেস্ট খেলতে না করেনি কখনো। ও জানে যে আমাকে টেস্ট ক্রিকেট খেলতে হবে। সে উন্নতিও করেছে। এখন তাসকিন ভালো বল করছে, ইবাদত ভালো বল করছে, যেটা হয় আরকি, রুবেলকেও দেখেন দেশের হয়ে সর্বশেষ ওয়ানডেতে দারুণ বোলিং করেছে। ওই বোলিং করার পর রুবেলকে ড্রপ করার কোনো সুযোগই নেই। কিন্তু ওর থেকে আরও ভালো বোলিং করছে অন্যরা। সেই কারণেই এটা হয়েছে। ‘আবু জায়েদকে হতাশ না হয়ে নিজের পারফর্মেন্সের উন্নতি ঘটানোর উপদেশ দিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘এটা একজন ক্রিকেটারের জন্য হতাশার। কিন্তু আমার মনে হয় যে, এখন বাংলাদেশের ক্রিকেটে ফাস্ট বোলিংয়ের খুব প্রতিযোগিতা আছে। এখন টেস্টে তাসকিন-ইবাদত ভালো করার পর, শরীফুল সব ফরম্যাটে ভালো করার পর (সুযোগ পাওয়া) কঠিন….। এখানে মাঠে নেমে নিজেকে প্রমাণ করাই আসল কাজ। ‘