November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 13th, 2022, 7:21 pm

জাতীয় দলে ফিরতে চান নাসির

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে অলরাউন্ডার নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটেও তার পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। অথচ একটা সময় তিনি বাংলাদেশ দলের অবিচ্ছেদ অংশ হয়ে ওঠেছিলেন। ফিনিশার খ্যাতি পেয়েছিলেন। সবই যেন এখন এক আফসোসের গল্প। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন বিতর্কিত কা-ে সমালোচনার মুখে পড়েন। গত মাসে শেষ হওয়া বিপিএলেও কোনো দল পাননি। তবে আশার কথা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন নাসির হোসেন। সেটি নিয়েই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। পারফর্ম করেই জাতীয় দলে আবারও ফিরে আসতে চান। রোববার (১৩ মার্চ) মিরপুরে সাংবাদিকদের নাসির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি খেলার বাইরে আছি। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি। তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। তাই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয় দলের কাছাকাছি আসতে পারি, এটাই ফোকাস থাকবে। পারফর্ম করবো ইনশাআল্লাহ্।’ যেখানেই খেলেন সবসময় পারফর্ম করার চেষ্টা করেন জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই খেলি, সবসময় পারফর্ম করার চেষ্টা করি। সব খেলোয়াড়ের মতো আমিও জাতীয় দলে খেলতে চায়। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে, পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে। তাই সেদিকেই আমার ফোকাস বেশি থাকবে।’ সবখানেই জিততে চান নাসির হোসেন। তিনি বলেন, ‘যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনোই হারার জন্য খেলি না। ওইটা আমার ব্যক্তিগত জীবন, মাঠের বাইরেই আছে। সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। এখন প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলবো।’