অনলাইন ডেস্ক :
চলতি বছর বাংলাদেশের মাটিতে হবে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের মাটিতে খেলতে একের পর এক বড় দলগুলো আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে ব্যস্ততা কমছে না নারী ক্রিকেটারদের। ঈদের পরই খেলতে হবে ভারত নারী দলের বিপেক্ষে। বাংলাদেশ ও ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেছে। হারমানপ্রীত কৌরদের সঙ্গে সিলেটে এই সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, কৃত্রিম আলোতে। ২ ও ৬ মে পরের দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচ মূল মাঠে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা