November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 4th, 2021, 12:03 pm

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাপানের পার্লামেন্ট সোমবার দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদাকে অনুমোদন দিচ্ছে। এরপর তিনি নতুন মন্ত্রীসভার ঘোষণা দেবেন।
জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা গত বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটির নতুন নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকায় ফুমিও কিশিদা নিশ্চিতভাবেই দেশটির শততম প্রধানমন্ত্রী হচ্ছেন । পার্লামেন্টের উভয় কক্ষের বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে তাকে অনুমোদন দেয়া হচ্ছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।
পার্লামেন্টে ভোটাভুটির আগে কিশিদা বলেছেন, তিনি দেশের এই শীর্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন।
সাংবাদিকদের তিনি বলেন, এটি প্রকৃত অর্থে একটি নতুন সূচনা হবে।