অনলাইন ডেস্ক :
জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস। আহত হয়েছেন দেড় শতাধিক। গত বুধবার মধ্যরাতে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রভাব পড়ে রাজধানী টোকিওতে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত বহু মানুষ বিদ্যুৎহীন ছিলেন। গুরুত্বপূর্ণ বেশি কিছু সড়কে ফাটল দেখা দেয়। এদিকে শিনকানসেন বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার (১৭ মার্চ) সাংবাদিকদের বলেন,পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেন্দ্রটিতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তা কর্তৃপক্ষ দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র হিরুকাজু সাতসুনো। উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানলে ওই অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই বিপর্যয়ের ১১ বছর পূর্তির আগে নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২