March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 3rd, 2023, 7:30 pm

জাবিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিক্ষার্থী লাইফ সাপোর্টে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের মওলানা ভাসানী হলের কাছে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জাহিদ ক্যাম্পাসের কাছে ‘গেরুয়া’ নামক এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে কয়েক গজ দূরে টেনে নিয়ে যায়। দর্শন বিভাগের ফেরদৌস মাহমুদ নিয়ন মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

জাহিদের কয়েকজন বন্ধু ও অন্যান্য শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

জাহিদের বিভাগের সহকারী অধ্যাপক উজ্জল কুমার মন্ডল চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘জাহিদের অবস্থা ভালো না। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথার ডান পাশে ফাটল রয়েছে। মাথার বাম পাশে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।’

এ প্রসঙ্গে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি এনাম মেডিকেলে গিয়ে আহত ছাত্রকে দেখেছি। আমি বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’

এদিকে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন।

—-ইউএনবি