জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রবিবার ভোর পৌণে ৫টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পুলিশ সদস্য আহসান হাবিব (৩২) ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী ২৫৫নং লোকাল ট্রেনটি দুর্ঘটনার সময় জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।
এ সময় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিব জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম।
খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি