অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের প্রায় সবগুলো দল যেখানে ইউরো ২০২৪ বাছাইপর্বের খেলা নিয়ে ব্যস্ত সেখানে মূল পর্বের স্বাগতিক হিসেবে জার্মানীকে বাছাইপর্ব খেলতে হচ্ছেনা। সে কারনেই বিরতির এই সময়টাতে প্রীতি ম্যাচ আয়োজন করে নিজেদের ঝালিয়ে নেয়াই ছিল জার্মানদের মূল লক্ষ্য। কিন্তু ঘরের মাঠে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ইউরোর প্রস্তুতিতে বড় বাঁধা পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এতে করে কোচ ফ্লিকের উপর চাপ আরো বাড়লো। গত বছর কাতার বিশ^কাপের গ্রুপ পর্বে এই জাপানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল জার্মানী। শনিবার দুই অর্ধে জাপানের কাছে দুটি করে গোল হজম করেছে অগোছালো জার্মানী।
ইউরো চ্যাম্পিয়নশীপ আয়োজনে আর মাত্র নয় মাস বাকি রয়েছে। সে কারনেই কোচ হিসেবে ফ্লিকের ভবিষ্যত পড়েছে চরম শঙ্কার মুখে। যদিও ম্যাচ শেষে ফ্লিক সড়ে দাঁড়ানোর বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বরং তিনি বলেছেন, ‘আমি সত্যিই দারুনভাবে হতাশ। আমি মনে করি আমরা ভালই করছি। আমি তাদের জন্য সঠিক ম্যানেজার। আমি জানি পেশাদার ফুটবলে সবকিছুতেই পরিবর্তন হয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি।’ জার্মান অধিনায়ক ইকে গুনডোগান সহজ ভাবে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা মোটেও সঠিক পথে নেই। আজকের রাতটা তার প্রমান। আমাদের সবাইকে নিজের কাছে প্রশ্ন রাখতে হবে।’ জুনায়া ইতো ও আয়াসে উয়েদার গোলে ২১ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জাপান।
মাঝে লেরয় সানে এক গোল পরিশোধ করেছেন। দ্বিতীয়ার্ধেও জার্মানী ঘুড়ে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। টাকুমা আসানো ও আয়ো তানাকার শেষ পাঁচ মিনিটের দুই গোলে দারুন এক জয় নিয়ে মাঠ ছেড়েছে জাপান। পুরো ম্যাচেই জাপান জার্মানদের উপর আধিপত্য দেখিয়েছে। জাপানের ম্যানেজার হাজিমে মোরিইয়াসু বলেছেন তার দল আরো বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জাপান এদিন জয় নিয়ে মাঠ ছেড়েছে। তিনি বলেন, ‘জার্মানীর কঠিন পরিবেশে জয় পাওয়াটা সত্যিই দারুন বিষয়। আমরা আজ দারুন খেলেছি।’
ম্যাচের আগে ফ্লিক প্রতিশ্রুতি দিয়েছিলেন জার্মানী তার স্বভাবসুলভ আক্রমনাত্মক কৌশলেই খেলবে। বিশ^কাপ থেকে বিদায়ের পর শুধুমাত্র পরীক্ষা চালাতে গিয়ে ফ্লিক একের পর এক ধরা খেয়েছেন। বিশ^কাপের পর পাঁচ ম্যাচে জার্মানী মাত্র একটি জয়ী হয়েছে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। গত ম্যাচে লেফট-ব্যাক হিসেবে ফ্লিক মূল দলে খেলিয়েছেন নিকো স্কোটারবেককে। সিনিয়র ক্যারিয়ারে বরুসিয়া ডর্টমুন্ডের এই সেন্টার-ব্যাক নতুন পজিশনে মাত্র দুটি ম্যাচ খেলেছেন, তাও আবার দুবারই বদলী বেঞ্চ থেকে উঠে এসে। ঐ পজিশনে স্কোটারবেকের অনভিজ্ঞতা বারবার চোখে পড়েছে। জাপানীজ উইঙ্গার ইউকিনারি সুগাওয়ারা এই ডিফেন্ডারকে কাটিয়ে ১১ মিনিটে যে ক্রস করেছিলেন তার থেকেই ইতো গোল করে সফরকারীদের এগিয়ে দেন। এরপরপরই অবশ্য জার্মানী সমতায় ফিরে।
১৯ মিনিটে অধিনায়ক গুনডোগান বক্সের কিছুটা বাইরে ফ্লোরিয়ান রিটজের কাছে বল বাড়িয়ে দেন। এই প্লেমেকার নিজেই শট নিতে পারতেন। কিন্তু তা না করে সানের দিকে পাস দিয়ে দিলে স্বাগতিকদের সমতায় ফেরাতে ভুল করেননি বায়ার্নের এই তারকা ফরোয়ার্ড। এবারের বুন্দেসলিগা মৌসুমে টেবিলের শীর্ষে থাকা জাভি আলনসোর বায়ার লেভারকুজেনের হয়ে মধ্যমাঠে দুর্দান্ত খেলছেন রিটজ। দারুন এই গোলে মনে হয়েছিল জার্মানী হয়তোবা ম্যাচে ফিরে এসেছে।
কিন্তু ২২ মিনিটে আবারো সেই স্কোটেরবেকের ভুলে সুগাওয়ারার থেকে বল পেয়ে ইতোর এ্যাসিস্টে উয়েদা জাপানকে এগিয়ে দেন। বিরতির পর জার্মানী পজিশনের দিক থেকে আধিপত্য দেখালেও জাপানের শক্তিশালী রক্ষনভাগকে ভাঙ্গতে পারেনি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে আসানো ও ইনজুরি টাইমে টানাকার গোলে জাপানের দুর্দান্ত জয় নিশ্চিত হয়। পরবর্তী প্রীতি ম্যাচে জার্মানী মঙ্গলবার ডর্টমুন্ডে তারকা সমৃদ্ধ ফ্রান্সের মুখোমুখি হবে। টানা তৃতীয় জয়ে জানুয়ারিতে এশিয়া কাপকে সামনে রেখে জাপানের প্রস্তুতিটাও বেশ জোড়ালো হলো। রেকর্ড চারবারের বিজয়ী জাপান এবারও যে ফেবারিট হিসেবেই মাঠে নামছে তার ইঙ্গিতও দিয়ে রেখেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা