November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 21st, 2024, 8:20 pm

জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের ১৫ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আবুল কালাম নামে এক রিকশাচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে।

আবুল ওই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় মৃত জহির উদ্দিনের ছেলে।

থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আবুল কালাম একবার এসে ভোট দিয়ে আরও একবার ভোট দিতে আসলে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ৩টি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

—–ইউএনবি