অনলাইন ডেস্ক :
মাহমুদউল্লাহর সাম্প্রতিক পারফরম্যান্স এতই নাজুক যে, তার দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি- কোন ফরম্যাটেই প্রত্যাশা মেটাতে পারছেন না। তাইতো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তার দলে থাকা নিয়েও উঠলো প্রশ্ন। কিন্তু বিষয়টি ভালোভাবে নিতে পারেননি টি-টোয়েন্টি অধিনায়ক। বরং শ্লেষের হাসিতে ছুঁড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন! তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ। বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও বেশ কিছুদিন ধরে হতাশা উপহার দিচ্ছেন তিনি। জিম্বাবুয়েতে তিন ওয়ানডের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজেও রান পাননি। ৬ ম্যাচে সর্বোচ্চ ৩৩ রান এসেছে তার ব্যাট থেকে। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে ৪৩ রান করেছেন মাত্র একটি বাউন্ডারিতে। ৫০ ওভারের মতো কুড়ি ওভারের ক্রিকেটেও সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ ৫ টি-টোয়েন্টিতে অধিনায়কের সর্বোচ্চ রান ১৬। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৭৭.৫০ স্ট্রাইকরেটে রান ছিল ৩১। বাউন্ডারি ছিল মাত্র দুটি। ফলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভাবাচ্ছে তার ফর্ম। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি। তাই প্রথম ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টক, ঝাল, মিষ্টি অভিজ্ঞতা হলো মাহমুদউল্লাহর। সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ককে প্রশ্ন করা হয়, দলে জায়গা ধরে রাখা নিয়ে কোনও শঙ্কা বোধ করেন কিনা? যেটা শুনে শ্লেষের হাসিতে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি, ‘প্রথমত আমি প্রশ্ন করতে চাই, আপনার কোনও সংশয় আছে আমার অবস্থান নিয়ে?’ এরপর মাহমুদউল্লাহ জানান, এ নিয়ে তার কোনও ধরনের সংশয় নেই। ঠিক পথে আছেন জানিয়ে বলেছেন, ‘না, আলহামদুলিল্লাহ আমার কোনও সংশয় নেই। আমার মনে হয় ঠিক পথেই আছি। সম্ভবত আমাকে কিছু ভালো বলে শট খেলতে হবে, তাহলে ঠিক রাস্তায় ফিরে আসবো। হয়তো আমার কাছে দলের চাহিদা ওরকম থাকে। এই ওয়ানডে ম্যাচগুলোতে হয়তো ওভাবে ডেলিভার করতে পারিনি। চেষ্টা করবো আমার প্রতি দলের যে আশা, তা পূরণ করার।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা